রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীরা।
Published : 30 Dec 2022, 10:14 AM
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম জানান।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘাট এলাকায় শতাধিক ছোট বড় যানবাহন আটকা পড়ে। শীতের মধ্যে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
কুয়াশা কমে যাওয়ার পর ১১ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে বলে জানান আব্দুস সালাম।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশা বেড়ে গেলে নদী পথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।