চিকিৎসক জানান, সাগর ডান কানের ওপরে মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
Published : 17 Apr 2024, 03:27 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় বালু ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে; এ সময় কয়েকজন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম জানান।
নিহত সাগর মিয়া (২০) ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়দের বরাতে সহকারী পুলিশ সুপার আফসান বলেন, বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়ার রাজিব আহমেদসহ তার পক্ষের লোকজন।
“বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি ও আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলা চালায় রাজিবের পক্ষের লোকজন।”
তিনি বলেন, এ সময় বীরগাঁও এলাকার আনোয়ারের পক্ষের লোকজনের সঙ্গে রাজিবের পক্ষের লোকজনের সংঘর্ষ বাধে।
সহকারী পুলিশ সুপার বলেন, “দু’পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়। এরমধ্যে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে সাগর মিয়ার মৃত্যু হয়।”
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
নরসিংদী জেলা সদর হাসপাতালের চিকিৎসক মো. মাজহারুল ইসলাম বলেন, “মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার ডান কানের ওপরে মাথায় গুলিবিদ্ধ হয়েছিল।”
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।