সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
Published : 17 Jul 2023, 05:06 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছে মাগুরার একটি আদালত।
মাগুরার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী শাখারুল ইসলাম শাকিল।
রাজশাহীতে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানী মামলা করেন মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।
একই অভিযোগ দেশের বিভিন্ন জায়গায় চাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
আইনজীবীরা জানান, সকালে মাগুরা জেলা কারগার থেকে কড়া পুলিশ প্রহরায় প্রিজন ভ্যানে আবু সাঈদ চাঁদকে আদালতে আনা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার এসআই শেখ সাইফুর রহমান।
রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন চাঁদের আইনজীবী আহম্মদ হোসেন ও কাজী মিনহাজ উদ্দিন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন:
মাগুরা আদালত চত্বরে বিএনপি নেতা চাঁদের ওপর ‘জুতা-স্যান্ডেল নিক্ষেপ’