শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু প্রত্যাহারে প্রতিবাদ, মানববন্ধন

বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 06:14 PM
Updated : 3 March 2023, 06:14 PM

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিল করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।   

শুক্রবার শহীদ চান্দু স্টেডিয়ামের সামনে এআরসি স্পোর্টিং ক্লাব এই মানববন্ধন আয়োজন করে।   

এ সময় ওই ক্লাবের সভাপতি রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক নুর আলম, বগুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি আতিকুর রহমান মেহেদীসহ বগুড়ার ক্রিকেট সংগঠনের সদস্যরা যোগ দেন। 

Also Read: শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির মালামাল ও লোকবল প্রত্যাহার

এই সিদ্ধান্তে প্রতিবাদে মানববন্ধনে বক্তারা আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবলসহ মালামাল গুটিয়ে নেওয়া সিদ্ধান্তের নিন্দা জানান। 

তারা বিসিবির এই প্রত্যাহার দাবি করেন এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের কাছে দেওয়া একটি চিঠিতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ তুলে মাঠ হস্তান্তরের কথা জানায় বিসিবি। একইসঙ্গে সেখানকার বিসিবির সব কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় বদলি করেছে বিসিবি।