মানিকগঞ্জে ২ শিক্ষার্থী উদ্ধার, ‘মানব পাচারকারী’ আটক

এসপি বলেন, চক্রটি প্রথমে গ্রামের সহজ-সরল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের চাকরির প্রলোভন দেখায়।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 03:10 PM
Updated : 9 March 2023, 03:10 PM

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজের চারদিন পর দুই শিক্ষার্থীকে উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীকে মানব পাচারকারী বলছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের এসপি মোহাম্মদ গোলাম আজাদ খান  এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান।

তিনি জানান, সাটুরিয়াতে একই দিনে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ তদন্তে নামে। তদন্তে ওই দুই শিক্ষার্থীকে চাকরির লোভ দেখিয়ে নুসরাত নামের এক নারী ঢাকায় পাচার করার তথ্য বেরিয়ে আসে।

উদ্ধার শিক্ষার্থীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি বলেন, “দুই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।এ ঘটনায় উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। পাচারে জড়িত নুসরাত জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। 

উদ্ধার হওয়া অষ্টম ও নবম শ্রেণির দুই মাদ্রাসা শিক্ষার্থী ব্রিফিংয়ে জানায়, সাটুরিয়া উপজেলা গোলড়া গ্রামের নুসরাত জাহান তানজিনার (২০) তাদের পরিচিত।সেই সুবাদে নুসরাত তাদের ঢাকায় কাপড়ের দোকানে চাকরির কথা বললে তারা রাজি হয়।

নুসরাতের পরিচিত হৃদয় নামের এক যুবকের সঙ্গে গত ৪ মার্চ দুপুরে তারা ঢাকা চলে যায়। সেখানে প্রথমে তারা হৃদয়ের বাসায় ওঠে। এক দিন পর তাদের একটি হোটেলে নিয়ে অসামাজিক কাজ করতে বাধ্য করেন হৃদয়।

ওই দুই শিক্ষার্থী আরও জানায়, তিনদিন অত্যাচারের পর তাদের বাড়ি পাঠিয়ে দিতে নুসরাত মোবাইল ফোনে হৃদয়কে বলেন। বুধবার সন্ধ্যার পর হৃদয় ওই দুই শিক্ষার্থীকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে দেন।

গোলড়া বাসস্ট্যান্ডে নামার পর পুলিশ ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে।

নুসরাত জাহান তানজিনা জানান, হৃদয়ের সঙ্গে ফেইসবুকে তার পরিচয় হয়। সংসারে অভাব থাকায় হৃদয়ের কথায় ঢাকায় গিয়ে নুসরাত বিভিন্ন হোটেলে অসামাজিক কাজ করেন। ওই দুই শিক্ষার্থীকে তিনি একই উদ্দেশ্যে হৃদয়ের কাছে পাঠান। কিন্তু শিক্ষার্থীদের পরিবার ও পুলিশের চাপে তিনি তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা হৃদয়কে বলেন। 

হৃদয়কে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে জানিয়ে এসপি আরও বলেন, “এই চক্রটি প্রথমে গ্রামের সহজ-সরল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের চাকরির প্রলোভন দেখায়। পরে অসামাজিক কাজ করিয়ে দেশের বাইরে পাচার করে দেয়।”