চাঁদপুর নৌ থানার পুলিশ সদস্যরা এ অভিযানে সহায়তা করেন।
Published : 04 Dec 2022, 09:05 AM
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে মেঘনা নদীর পশ্চিম পাড়ের মাটি কাটার সময় হাতে নাতে আটক চার জনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে চাঁদপুর নৌ পুলিশের হাতে আটক ব্যক্তিদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ জরিমানা করেন।
আটকরা হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা এলাকার মো. জামাল সরদার (৩০), বড়গুনা জেলার বেতাগী থানার হোসনাবাদ এলাকার ওয়ারেছ আলী শিকদার (৫৭), সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার লাচ্চু খাল এলাকার ইয়াছিন (২৪) ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আসাইল এলাকার রুবেল শেখ (৩০)।
সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ বলেন, মেঘনা পাড়ের মাটি কাটার গোপন খবরে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। এক পর্যায়ে ইব্রাহীমপুর ইউনিয়নের আলুপাড়া এলাকা থেকে চার ব্যক্তিকে মাটি কাটার সময় হাতে নাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর নৌ থানার এসআই বেলাল বলেন, এসআই মজিবুর রহমানসহ পুলিশ সদস্যরা স্পিডবোট নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন। আটক ব্যক্তিদের জরিমানা শেষে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।