বাংলাদেশের উন্নয়ন বিশ্বের জন্য রোল মডেল: মন্ত্রী তাজুল

পক্ষপাতিত্ব না করে সারাদেশেই সমানতালে উন্নয়ন করেছেন বলে দাবি স্থানীয় সরকার মন্ত্রীর।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2023, 12:32 PM
Updated : 10 March 2023, 12:32 PM

বাংলাদেশের উন্নয়ন নিয়ে দেশেবিদেশে গবেষণা চলছে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নিজের নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সমাজে অবিচার-অত্যাচার করে সম্পদের পাহাড় গড়লে এই সম্পদের কোনো দাম নেই। আর এভাবে সম্পদ অর্জনের জন্য রাজনীতি করলে সেটা হবে অর্থহীন।

সুশাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহ্বান জানিয়ে তাজুল বলেন, “আমি আপনাদের সন্তান, কিন্তু সারাদেশের মন্ত্রী। তাই পক্ষপাতিত্ব না করে সারাদেশেই সমানতালে উন্নয়ন করেছি। দেশের সকল স্থানের মতো আমার নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জেও শেখ হাসিনার সরকার নজিরবিহীন উন্নয়ন করেছে।

“বর্তমান সরকারের টানা তিন মেয়াদে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও যোগ্য নেতৃত্বের কারণে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা বিশ্বের কাছে আজ রোল মডেল। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এত অল্প সময়ে বাংলাদেশ কীভাবে এতটা উন্নত হলো- সারাবিশ্ব আজ সেই গবেষণাই করছে।”

এ সময় ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচন করায় মনোহরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাজুল।

দুপুরে পোমগাঁও গ্রামে নিজ বাসভবনের সামনে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের পরিচিতি সভায় তিনি বক্তব্য রাখেন।

নবগঠিত কমিটির সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় দলের উপজেলা উপদেষ্টা কমিটির সদস্য আবদুল খালেক দয়াল, মাস্টার সোলাইমান, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী মো.কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার, মাস্টার মোবারক হোসেন, সফিকুর রহমান ও তানজিনা আক্তার বক্তব্য দেন।

এর আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তাজুল ইসলাম।

নারী উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, নারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজের সব পেশায় পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে জাতি হিসেবে তত সামনে এগোনো সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় হয়।