চার দিন আগে নাজমুলের বাবা মারা গেলে শর্ত সাপেক্ষে তাকে জামিন দেন পটুয়াখালীর জেলা প্রশাসক।
Published : 18 Jan 2024, 07:24 PM
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ডাণ্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় অংশ নেওয়া ছাত্রদল নেতা মো. নাজমুল মৃধা জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ এস এম এরসাদুল ইসলাম তার জামিন মঞ্জুর করলে সন্ধ্যায় জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া আহমেদ।
নাজমুল মৃধা মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দেউলী সুবিদখালী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মো. মোতালেব হোসেন মৃধার ছেলে।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নাজমুল বাড়িতে গিয়ে বাবার কবর জিয়ারতের সময় কান্নায় ভেঙ্গে পড়েন বলে জানিয়েছেন তার বড় ভাই মো. রাসেল মৃধা।
এর আগে শনিবার নাজমুলের বাবা মারা গেলে পাঁচ ঘণ্টার জন্য শর্ত সাপেক্ষে তাকে জামিন দেয় পটুয়াখালী জেলা প্রশাসক। পরে জানাজার সময় নাজমুলের হাতকড়া খুলে দেওয়া হলেও পায়ের ডাণ্ডবেড়ি খুলে দেয়নি পুলিশ।
এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়ায়।
নাজমুলের বড় ভাই রাসেল মৃধা সাংবাদিকদের বলেন, বুধবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে তার জামিন আবেদন করা হয়। পরে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান তিনি।
২০২৩ সালের ২০ ডিসেম্বর পুলিশ নাজমুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে ২০২২ সালের ৮ ডিসেম্বর উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: