নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলার অনুরোধ জানিয়ে এই চিঠি দেওয়া হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
Published : 30 Apr 2023, 10:54 PM
গাজীপুর সিটি নির্বাচনের প্রচার ও নির্বাচনী কাজে অংশ না নেওয়ার অনুরোধ জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি প্রতিমন্ত্রীর একান্ত সচিব বরাবর পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, গাজীপুর সিটি নির্বাচন ২০২৩ এর তফসিল ঘোষিত হয়েছে। আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা- ২০১৬ এর বিধি ২২ এ উল্লেখ করা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী ‘নির্বাচন পূর্ব’ সময়ে আগে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে শর্ত হলো উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট প্রদানের জন্য ভোট কেন্দ্রে যেতে পারবেন।
এই বিধিমালায় ‘সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলতে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়রকে বুঝানো হয়েছে।
চিঠিতে বিষয়টি প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে সদয় অবগত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন নির্বাচন কমিশনের এই কর্মকর্তা।
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজ্জাম্মেল হককে সতর্ক করে চিঠি এবং আচরণবিধি ভাঙায় দুই মেয়র পদপ্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন
গাজীপুর সিটি নির্বাচন: মুক্তিযুদ্ধ মন্ত্রীকে সতর্ক করে ইসির চিঠি
গাজীপুর সিটি নির্বাচন: আচরণবিধি ভঙ্গে ২ মেয়র পদপ্রার্থীকে শোকজ