নোটিসে ২৮ এপ্রিলের মধ্যে তাদের সব পোস্টার, বিলবোর্ড নিজ খরচে অপসারণ করতেও বলা হয়।
Published : 27 Apr 2023, 06:28 PM
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই মেয়র পদপ্রার্থী ও একজন কাউন্সিলর পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বুধবার তাদের কারণ দর্শানোর নোটিস দিয়েছেন।
এরা হলেন জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল এবং ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সনজিৎ মল্লিক।
কারণ দর্শানো পৃথক নোটিসে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার অপসারণের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়সহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্দেশনা প্রদান করাসহ মাইকিং করা হয়। তারপরও সরেজমিনে নগরীর বিভিন্ন স্থানে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ছবি সম্বলিত পোস্টার বিভিন্ন দেওয়ালে লাগানো দেখা যায়।
ফরিদুল ইসলাম জানান, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের এলাকা পরিদর্শনকালে দেখা যায়, এখনও সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সীমানা প্রাচীরে কাউন্সিলর প্রার্থী সঞ্জিৎ মল্লিকের পোস্টার শোভা পাচ্ছে, যা সিটি করপোরেশনের নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া মনোনয়নপত্র জমাদানের দিন নির্ধারিত সংখ্যাকের বেশি লোকজন তথা শোডাউন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার জন্য জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এমএম নিয়াজ উদ্দিনকে শোকজ নোটিশ করা হয় বলে তিনি জানান।
নোটিসে আগামী ২৮ এপ্রিলের মধ্যে তাদের প্রচার-প্রচারণা সংক্রান্ত সব পোস্টার, বিলবোর্ড নিজ খরচে অপসারণ করতে বলা হয়। এছাড়া নির্বচান আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তারও কারণ দর্শানোর অনুরোধ করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, মেয়র পদে বিক্রি হওয়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২টি জমা পড়েছে।
কাউন্সিলর পদের জন্য কেনা ৩৪৩টি মনোনয়নের মধ্যে ২৯০টি এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিক্রি হওয়া ৮৯টি মনোনয়নের মধ্যে জমা পড়েছে ৮২টি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে।
আরও পড়ুন