গাজীপুর সিটি নির্বাচনে সময়ের আগে প্রচার, অপসারণের নির্দেশ

সিটি করপোরেশন নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রচার শুরু করা যাবে না।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2023, 02:58 PM
Updated : 9 April 2023, 02:58 PM

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করতে বলেছে নির্বাচন কমিশন।

শনিবার রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। এ ধরনের কার্যক্রম সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ৫ বিধি লঙ্ঘন।

এ অবস্থায় আগামী ১৩ এপ্রিলের মধ্যে ওইসব নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছ জানিয়ে লাগানো পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে এবং নিজ খরচে অপসারণ এবং দেওয়াল লিখন মুছে ফেলার অনুরোধ জানানো হচ্ছে।

অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

৫ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান বলেন, “সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী তার পক্ষে রাজনৈতিক দল, অন্য ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।”

নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পরদিন ৯ মে প্রতীক বরাদ্দ করা হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।