মহালছড়ি থানার ওসি জানান, গুলিতে দুজন নিহতের খবর পেয়ে লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
Published : 24 Jan 2024, 12:04 PM
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। আরেক সদস্য নিখোঁজ।
সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দুরছড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।
তিনি বলেন, ”তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) দূরছড়ি গ্রামের নিজ বাড়িতে ছিলেন ।
“সকালে সেখানে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের সদস্যরা। এসময় তাদের গুলিতে রবি কুমার চাকমা ও শান্ত চাকমা মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন রহিন্তু চাকমা।”
এই ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফ দায়ী বলে অভিযোগ করেছে ইউপিডিএফ।
তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা বলেন, “ঘটনাটি শুনেছি। তবে এর সঙ্গে আমাদের কেউ জড়িত নন।”
মহালছড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, গুলিতে দুজন নিহতের খবর পেয়ে লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।