নওগাঁয় অস্ত্র ও গুলি উদ্ধার, একজন গ্রেপ্তার

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি এবং সাতটি অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 10:04 AM
Updated : 14 March 2023, 10:04 AM

নওগাঁর ধামইরহাট উপজেলায় তিনটি ওয়ান শুটারগান ও দুইটি গুলি উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান।

গ্রেপ্তার সানোয়ার হোসেন (৫২) ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের বাসিন্দা।

মোস্তফা জামান দাবি করেন, “সোমবার রাতে অভিযান চালিয়ে দিলালপুর থেকে সানোয়ারকে গ্রেপ্তার করে র‌্যাব। তার দেখানো স্থান থেকে ওই রাতেই তিনটি ওয়ান শুটারগান এবং দুটি গুলি উদ্ধার করা হয়। এ সময় সানোয়ারের সহযোগী ফরিদ উদ্দিন পালিয়ে যান।

“সানোয়ারের ছয়-সাতজনের একটি দল নওগাঁ জেলাসহ বিভিন্নস্থানে ডাকাতি করে আসছিল। সানোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি, সাতটি অস্ত্র ও মাদক মামলা রয়েছে।”  

এ ব্যাপারে ধামইরহাট থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।