নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী তৈমুর আলম খন্দকার ও শাজাহান ভূঁইয়া দুজনই রূপগঞ্জ উপজেলার সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান৷
Published : 10 Dec 2023, 08:52 PM
সরকার দলীয় প্রার্থী ও এমপি-মন্ত্রীদের ‘নিজস্ব বাহিনী’ নিয়ন্ত্রণ করতে না পারলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার৷
রোববার সকালে রূপগঞ্জ উপজেলার রূপসীর বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির এই প্রার্থী৷
তিনি বলেন, “তফসিল ঘোষণার পর থেকে এতদিন নির্বাচনের পরিবেশ নিয়ে আমার কোনো আশঙ্কা ছিল না। তবে জানতে পারলাম প্রার্থীদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-লুটপাট চালাচ্ছে ক্ষমতাসীন দলের লোকজন। এতে আমি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশঙ্কা করছি।”
বিএনপির সাবেক এ নেতা বলেন, “মন্ত্রী-এমপিদের পেশীশক্তি নিয়ন্ত্রণ করা না হলে নির্বাচনে এর ভয়াবহ প্রভাব পড়বে। ভয় ও আতঙ্কে ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহ হারিয়ে ফেলবেন৷”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী আমাকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কমিটমেন্ট করেছেন৷ এজন্য সরকারি দলের বিভিন্ন বাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে।”
এ সময় তিনি তার নির্বাচনি এলাকার সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান৷
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সর্বশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়কের পদে ছিলেন। গত বছর দলীয় নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে দুটি পদই হারান তিনি।
চলতি বছরের সেপ্টেম্বরে তিনি তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে দলটির মহাসচিব নির্বাচিত হন। পরে নারায়ণগঞ্জ-১ আসনে দলের প্রার্থী হন।
এ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)৷
এদিকে এই আসনে আওয়ামী লীগের নেতা ও স্বতন্ত্র প্রার্থী শাহ্জাহান ভূঁইয়াও মুড়াপাড়া বাজারে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন৷
তিনিও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের উদ্যোগ কামনা করেন৷
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “রূপগঞ্জ উপজেলা জুড়ে অসংখ্য অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে।”
“এসব অস্ত্রধারী প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মোটর শোভাযাত্রা করলেও তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ অবস্থায় সাধারণ ভোটাররা আতঙ্কিত।”
সংবাদ সম্মেলনে নিজের চার কর্মী-সমর্থকের বাড়িতে হামলারও অভিযোগ করেন তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন৷
তবে অভিযোগের বিষয়ে জানতে রাতে গোলাম দস্তগীর গাজীর মোবাইলে একাধিবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।