দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই পর্যটক আর পূজারিদের উপস্থিতিতে কক্সবাজার সমুদ্র সৈকতে হয়ে গেল দুর্গা প্রতিমার বিসর্জন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনো গুড়িগুড়ি আবার কখনো ভারি বৃষ্টিপাত হয় কক্সবাজারে। ঘুর্ণিঝড় ‘হামুন’র বিপদ সংকেতের মধ্যেই সৈকতে নামে পর্যটক আর পূজারিদের ঢল। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
সকাল থেকে মণ্ডপে মণ্ডপে বেদনার সুর বেজে ওঠে। মাকে বিদায় দেওয়ার আগে ভক্তদের অশ্রুসিক্ত দেখা যায়। দুপুরের পর রঙ ছিটিয়ে, আতশবাজি ফুটিয়ে আর ঢাকঢোল বাজিয়ে বের করা হয় শোভাযাত্রা।
বেলা ৩টার পর থেকে প্রতিমা বহনকারী ট্রাকগুলো সমুদ্র সৈকতের দিকে আসতে থাকে। সৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে চলে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা।
সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিছ ফাতেমা আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জানান, জেলায় ৩১৫টি পূজা মণ্ডপে এবার দূর্গা পূজা উদযাপিত হয়েছে।