“শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে ডিজিটাল সিস্টেম চালু করতে একটি প্রজেক্টের কাজ শুরু হয়েছে।”
Published : 25 Apr 2024, 12:36 AM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিকের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তাদের ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবাইকে ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কর্মকর্তা ও কর্মচারীরা ডিজিটাল হাজিরার মাধ্যমে চর্চা শুরু করবেন।
এ সময় সবাইকে সঠিক সময়ে অফিসে আসার আহ্বান জানান উপাচার্য।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে ডিজিটাল সিস্টেম চালু করতে একটি প্রজেক্টের কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা ফিঙ্গার প্রিন্ট বা তাদের পরিচয়পত্র স্ক্যানের মাধ্যমে ক্লাসে প্রবেশ করতে ও উপস্থিতি দিতে পারবে।”
এ ছাড়া প্রশাসনিক কাজ আরও বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ডিজিটাল হাজিরার জন্য বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি মেশিন স্থাপন করা হয়েছে। ক্রমান্বয়ে সবগুলো ভবনেই তা স্থাপন করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।