Published : 03 Jan 2024, 11:45 PM
নৌকার বিরুদ্ধে কাজ করলে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন এবারের ভোটে ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাহার আকন্দকে।
বুধবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় কাহার আকন্দ এ হুঁশিয়ারি দেন।
কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে এবার বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদকে মনোনয়ন না দিয়ে সাবেক অতিরিক্ত ডিআইজি কাহার আকন্দকে প্রার্থী করেছে আওয়ামী লীগ।
বিএনপিবিহীন এ নির্বাচনে একই আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত মেজর (অব.) আখতারুজ্জামান। সংসদ সদস্য নূর মোহাম্মদ স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন। এ নিয়ে হঠাৎ করেই নির্বাচনি এলাকা উত্তপ্ত হয়ে উঠে।
এ আসনে সাবেক সংসদ সদস্য পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব হোসেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্থানীয়দের ধারণা নৌকা, ঈগল ও ট্রাক প্রতীকের মধ্যে লড়াই হবে।
এমন প্রেক্ষাপটে বুধবারের জনসভায় নূর মোহাম্মদকে উদ্দেশ করে কাহার আকন্দ বলেন, “আর এক পা আগাবেন না। হয় নৌকার পক্ষে থাকেন, না হয় কিশোরগঞ্জ-কটিয়াদী ছেড়ে ঢাকায় চলে যান। আর যদি একটা কথা নৌকার বিরুদ্ধে বলবেন তাহলে আপনার বাড়ি ঘেরাও করবে কটিয়াদী পাকুন্দিয়ার নেতাকর্মীরা।”
বর্তমান এমপি নৌকাকে ডুবাতে কাজ করছেন অভিযোগ করে এ্ আওয়ামী লীগ প্রার্থী বলেন, “তিনি দলীয় নেতাকর্মীদের আখতারুজ্জামান রঞ্জনের ট্রাকের পক্ষে কাজ করতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। আইজিপি সাহেব, আপনাকে আমি ভালো করে চিনি, আপনার আমার বাড়ি কাছাকাছি। আমাকেও ভালো করে চেনার কথা।
“আমি আপনাকে সাবধান করতে চাই এবং তার চ্যালাপ্যালা যারা আছেন সাবধান হবেন, না হয় আরেকটি ১৯৭১ সৃষ্টি হবে।”
কাহার আকন্দ বলেন, “নেতাকর্মীদের ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। তারা এসে আমার কাছে কান্নাকাটি করেছে। তাদের ডেকে নিয়ে অপমান করা হয়েছে। আজকে সব বিষয় পরিষ্কার হয়ে গেছে। এটার পেছনে কারা আছে এবং কারা এটা করছে।”
এসব বিষয়ে কথা বলতে সংসদ সদস্য নূর মোহাম্মদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি আবু নাসের ফারুক মোহাম্মদ সঞ্জু, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা এ কে এম দেলোয়ার হোসেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আখন্দ।