বিএনপির অভিযোগ, শান্তিপূর্ণ পদযাত্রায় কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ হঠাৎ করে নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
Published : 11 Feb 2023, 07:01 PM
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর উপজেলায় বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিয়ে নেতাকর্মীদের লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাউলিয়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, “বিকাল সাড়ে ৩টার দিকে নেতাকর্মীরা জড়ো হয়ে পদযাত্রা শুরুর করে। শান্তিপূর্ণ পদযাত্রায় কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ হঠাৎ করে নেতাকর্মীদের ওপর হামলা চালায়।”
এদিন ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নেও পদযাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা অমিত।
তবে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিপেটার কোনো ঘটনা তার জানা নেই।