দুই দিন আগে ঝড়ের সময় ওই ভবনের দেয়াল ধসে পাশের বসত ঘরের ওপর পড়লে ওই ব্যক্তি আহত হয় বলে জানায় পুলিশ।
Published : 03 Apr 2024, 12:13 AM
গাজীপুর নগরীতে ঝড়ের সময় নির্মাণাধীন আটতলা ভবনের দেওয়ালের কিছু অংশ ধসে বসতঘরের চালের উপর পড়ে আহত এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন গাজীপুর মহানগর সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম।
নিহত সিদ্দিকুর রহমান (৫০) মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় আদাবৈ পেয়ারা বাগান এলাকায় ‘নেক্সট এক্সপোর্ট জোন লিমিটেড’ কোম্পানিতে সুপারভাইজার পদে চাকরি করতেন।
ময়নাতদন্ত শেষে বিকালে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
রোববারের ওই ঘটনায় আহত সিদ্দিকুরের স্ত্রী রত্না আক্তার (৩৪) ও ছোট ছেলে আব্দুর রহমান আউফ (৫) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সিদ্দিকুরের বড় ছেলে রাইসুল ইসলাম জানান, রোববার সকালে হঠাৎ দমকা হওয়া ও ঝড়-বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে পাশের নির্মাণাধীন সুলতান হাছিনা টাওয়ার ভবনের দেয়ালের কিছু অংশ ধসে তাদের বসত ঘরের উপর পড়ে। এতে ঘরের টিনের চাল ভেদ করে এঙ্গেল ও ফ্যান ভেঙে খাটের উপর পড়ে সিদ্দিকুরসহ তিনজন আহত হয়।
স্বজনরা তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিন শিন জাপান হাসপাতালের জি এম শরিফুল ইসলাম বলেন, “সিদ্দিকুরের বুকের দুপাশের চারটি হার ভেঙে ভেতরে রক্তক্ষরণ হয়েছিল। এ ছাড়া তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল।”
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি; তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সৈয়দ রাফিউল করিম।