আটক ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে পুলিশ আহত

ছিনতাইসহ নানা অভিযোগে মুন্নার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা আছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2023, 04:45 AM
Updated : 1 May 2023, 04:45 AM

কক্সবাজার শহরে এক ছিনতাইকারীকে আটকের সময় তার ছুরিকাঘাতে পুলিশের এক এসআই আহত হয়েছেন।

সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, রোববার রাত ১২টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার আবাসিক হোটেল ‘জিয়া গেস্ট ইনের’ সামনে এ ঘটনা ঘটেছে।

আহত এসআই মো. সোহেল রানা কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত। আর আটক মেজবাউল হক মুন্না (২৩) শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা।

ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে মুন্নার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছেন ওসি রফিকুল।

তিনি বলেন, শহরের রুমালিয়ারছড়া এলাকার খুরুশকূল রাস্তার মাথায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে রোববার সকালে। সেই ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের একটি দল বিশেষ অভিযান শুরু করে। ওই অভিযানে সাদা পোশাকের পুলিশও ছিল।

“রাতে হোটেল জিয়া গেস্ট ইনের সামনে ৩-৪ জন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে পুলিশ একজনকে ধরে ফেলে।

“ধস্তাধস্তির এক পর্যায়ে আটক যুবক এসআই সোহেল রানাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তার পেট ও হাতে গুরুতর জখম হয়।"

আহত এসআইকে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি রফিকুল।

ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।