ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ে অর্ধশত যানবাহন।
Published : 12 Dec 2023, 12:57 AM
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার রাত ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান।
কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে অর্ধশত যানবাহন। এরমধ্যে যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন যানবাহন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা আলিম বলেন, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে ছিল। রাত ১২টার দিকে ঘন কুয়াশায় নদী পথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।