২৬ মার্চ দুপুরে আড়িয়াল খাঁ নদের পাশে কয়েকজন বসে ‘হাতবোমা বানাচ্ছিলেন’। তখন বিস্ফোরণ হলে একজন নিহত ও দু’জন আহত হন।
Published : 31 Mar 2024, 12:51 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় ‘বোমা বানাতে’ গিয়ে বিস্ফোরণে আহত হওয়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন মাদারীপুরের কালকিনি থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে দু’জন মারা গেলেন।
ঢাকা মেডিকেল কলেজে মারা যাওয়া হারুন ঢালী (৪০) কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের তিথিরচর গ্রামের আব্দুল সাত্তার ঢালীর ছেলে।
এর আগে নিহত মোদাচ্ছের শিকদারের (৪৫) বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ দুপুরে কালকিনির নতুন চর দৌলতখান এলাকায় আড়িয়াল খাঁ নদের পাশে কয়েকজন বসে ‘হাতবোমা বানাচ্ছিলেন’। এ সময় একটি হাতবোমা বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদারের মৃত্যু হয় এবং আহত হন হারুন ঢালী ও দাদন ঢালী।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ আর আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল থেকে নিহতের এক স্বজন জানান, নিহত হারুণ ঢালীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি মামুন বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।
পুরোনো খবর