‘অগ্নিকাণ্ডে আটটি দোকান পুরো এবং চারটি দোকান আংশিক পুড়ে গেছে।’
Published : 29 Oct 2022, 04:45 PM
নীলফামারীর ডিমলায় আগুনে এক ডজন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে শুক্রবার রাত ৩টার এ অগ্নিকাণ্ড ঘটে বলে ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুটিবাড়ি বাজারের মীম টেইলার্স নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিমলা দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুটিবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, অগ্নিকাণ্ডে আটটি দোকান পুরো এবং চারটি দোকান আংশিক পুড়ে গেছে। আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করলেও এখনও তা হিসাব করা যায়নি।
এদিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সরকারি সহযোগিতা করা হবে বলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানিয়েছেন।