খাগড়াছড়িতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাই‌কেল চালক নিহত

ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন মহারাজ।

খাগড়াছড়ি প্রতিনিধি
Published : 22 March 2023, 07:47 AM
Updated : 22 March 2023, 07:47 AM

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপজেলায় সবজিবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মাটিরাঙ্গার যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মা‌টিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকা‌রিয়া।

নিহত মহারাজ মাটিরাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। ২৩ বছরের এই তরুণ ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।

ওসি জাকা‌রিয়া ব‌লেন, মহারাজ মোটরসাইকেল নিয়ে মাটিরাঙা থেকে গুইমারা যাওয়ার পথে যৌথ খামার এলাকায় পৌঁছলে বিপ‌রীত দিক থে‌কে আসা সব‌জি বোঝাই পিকাপের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

“এ সময় গুরুতর আহত মহারাজকে স্থানীয়রা উদ্ধার করে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পিকআপ ও মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে, তবে পিকআপ চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।