জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলাম খান নালিশি অভিযোগ গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রুবায়েত হাসান সায়েমকে আটক করেছে পুলিশ৷
শুক্রবার রাতে নগরীর পাইকপাড়া নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে ডিবির পরিদর্শক আল-মামুন জানান।
তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মাকে নিয়ে কটূক্তি করে রুবায়েত হাসান সায়েম মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
“তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।”