অধিক দাম, ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে এ জরিমানা করা হয়।
Published : 12 Jul 2023, 08:56 PM
ফরিদপুরে কাঁচা বাজারের অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের চকবার বাজারে এ জরিমানা করা হয় বলে জানান জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান।
তিনি বলেন, ওই বাজারের মশলা বিক্রেতা লুৎফর স্টোরকে ১০০০ টাকা, মেসার্স শমসের স্টোরকে ১০০০ টাকা, আলু ও কাঁচা মরিচ বিক্রেতা শহীদ মোল্ল্যার স্টোরকে ১০০০ টাকা এবং তাহের আলীর দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।”
সোহেল শেখ আরও বলেন, “আলু ও কাঁচা মরিচের দর বেশি, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, হলুদ ও ধনিয়ার গুড়ার মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।”
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।