ভারত সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বিজিবি জানায়, বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠকের পর মরদেহ দেয় তারা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 06:09 PM
Updated : 15 March 2023, 06:09 PM

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতের সীমানা থেকে বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার রাত ৯টার দিকে সীমান্তে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠকের পর মরদেহ আসে বলে কড়াইতলী বিজিবি ক্যাম্পের সুবেদার কেএম বেলাল হোসেন জানান। 

নিহত সারোয়ার হোসেন (৩০) হালুয়াঘাট উপজেলার বেপারীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী বহন করতেন।

সুবেদার বেলাল বলেন, “ভারতের পূর্ব গোবড়াকুড়া সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহের বিষয়ে স্থানীয়দের কাছ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক হয়। বৈঠকের পর রাত ৯টার দিকে মরদেহ আমাদের কাছে দেয় বিএসএফ। আমরা হালুয়াঘাট থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করি।” 

তবে সারোয়ারের নিহতের কারণ জানাতে পারেননি বেলাল হোসেন। 

গোবড়াকুড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু বলেন, “মরদেহ গাড়িতে তোলার সময় সারোয়ার হোসেনের গলাকাটা দেখেছি।”