রোববার সকাল ১০টায় রংপুর জিলা স্কুলের বৈশাখী চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।
Published : 13 Apr 2024, 11:39 PM
বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনে সারাদেশের মতো রংপুরেও চলছে ব্যাপক প্রস্তুতি। এদিন মূল শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য আর আবহমান বাংলার শেকড়ে ফিরে যেতে নগর, বন্দর, গ্রামগঞ্জ আর পাড়া-মহল্লায় এখন বইছে বৈশাখের আমেজ।
সার্বজনীন এই উৎসবের রঙে রঙিন হতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বৈশাখ বরণে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি দেখা গেছে।
রংপুর জেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রতিধ্বনি খেলাঘর আসর, কারমাইকেল কলেজ সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠান ও সংগঠনে সাংস্কৃতিক পরিবেশনার চূড়ান্ত মহড়া এবং মঙ্গল শোভাযাত্রার জন্য ঐতিহ্যবাহী মুখোশ তৈরির তোড়জোড় চলছে।
এবার পহেলা বৈশাখ বরণে রংপুরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে আলপনা অংকন করছেন একঝাঁক তরুণ-তরুণী।
মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজ, দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আয়োজন রয়েছে পহেলা বৈশাখ ঘিরে। অন্যদিকে বৈশাখে নতুন সাজে সাজতে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে নগরীর বিপণিবিতান ও ফুটপাতের দোকানে।
রংপুর মহানগরীর রবার্টসনগঞ্জ এলাকার ঐহিত্যবাহী সংগঠন প্রতিধ্বনি খেলাঘর আসরের সমন্বয়ক ফজলুল হক লাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈশাখী মেলাসহ বিভিন্ন ইভেন্ট নিয়ে আমরা বাংলা নববর্ষ বরণ করতে প্রস্তুতি নিয়েছি। চৈত্র সংক্রান্তির আগের দিন থেকে ৫ বৈশাখ পর্যন্ত সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে।”
এদিকে রংপুর জেলা প্রশাসনের অনুষ্ঠানমালায় পহেলা বৈশাখের প্রথম প্রহরে সকাল সাড়ে ৬টায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনা।
সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রংপুর জিলা স্কুলের বটতলা বৈশাখী চত্বরে থাকবে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় একই স্থান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।
রংপুরের জেলা প্রশাসক ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ মোবাশ্বের হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈশাখ বরণে জেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা, দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির সবাই যার যার দায়িত্ব থেকে কাজ করে যাচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন হবে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, “বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ। এই দিনটিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। পুরো নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”