মাদারীপুরে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

অপারেশন শেষ না করে রাস্তায় নামিয়ে দেওয়া হয় বলেও স্বজনরা অভিযোগ করেছেন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2022, 02:43 PM
Updated : 19 August 2022, 02:43 PM

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে মাদারীপুর পৌর এলাকার কলেজ রোডে প্লানেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে তার মৃত্যু জয় বলে রোগীর স্বজনরা দাবি করেন।

মৃত মাজেদা বেগম (৮০) মাদারীপুরের ডাসার উপজেলার নুরুউদ্দীন আহম্মেদের স্ত্রী এবং ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেনের মা।

মাজেদার ভাতিজা সৈয়দ মুনিম হোসেনের অভিযোগ, চিকিৎসক আইরিনের গাফিলতির কারণে তার ফুফুর মৃত্যু হয়েছে।

“তিনি না পারলে কেন অপারেশন করলেন? তাছাড়া অপারেশন করানোর মাঝখানেই আমার ফুফুকে ওটি থেকে বের করে দিয়ে অন্য কোথাও নিয়ে যেতে বলেন এই চিকিৎসক। তার পরপরই তিনি পালিয়ে চলে যান।”

মৃত্যুর দুই ঘণ্টা পর মাজেদাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে নিয়ে যেতে বলা হয় বলে অভিযোগ করেন মাজেদার বড় ছেলে সৈয়দ আবুল কালাম।

তিনি বলেন, “আমার মায়ের রিপোর্ট ভালো ছিল। ডাক্তার আইরিন অপারেশন রুমে নিয়ে, অপারেশন শেষ না করেই রাস্তায় নামিয়ে দেন। তারা তখনো বলেননি, আমার মা মারা গেছেন। হাসপাতাল থেকে অন্য কোনো দায়িত্বশীল কেউও এগিয়ে আসেন নাই।”

স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত চেয়েছেন ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন।

প্লানেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

মাদারীপুরের সিভিল সার্জন মুনির আহমেদ খান বলেন, তিনি এখনও খবর পাননি। অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।