বাইচে পাঁচটি নৌকা অংশ নেয়।
Published : 28 Oct 2023, 09:16 PM
লক্ষ্মীপূজা উপলক্ষ্যে বরিশালের উজিরপুরের কচা নদীতে হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
শনিবার বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে উপজেলার হারতা ইউপির চেয়ারম্যান অমল মল্লিক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, লক্ষ্মী দশেরা পূজা উপলক্ষ্যে এ বাইচ অনুষ্ঠিত হয়। হারতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবার ১৬৫তম আয়োজন। বাইচে পাঁচটি নৌকা অংশ নিয়েছে।
প্রতিযোগীরা মাদারীপুর, রাজৈর, আগৈলঝাড়ার পয়সার হাট, গোপালগঞ্জ ও কোটালীপাড়া থেকে আসে জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, “এতে প্রথম স্থান অধিকারী কোটালীপাড়ার লাজুর দলকে একটি ফ্রিজ দেওয়া হয়েছে।
দ্বিতীয় স্থান অধিকারী গোপালগঞ্জের বাগচির দল পেয়েছে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি।
তৃতীয় স্থান অধিকারী মাদারীপুরের অমল সরকারের দল পেয়েছে ২৪ ইঞ্চি এলইডি টিভি।
প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দুই দল পেয়েছে ২০ ইঞ্চি এলইডি টিভি।”
কচা নদীর পূর্ব পাড় থেকে শুরু করে পশ্চিম পাড় হারতা স্কুল এন্ড কলেজে গিয়ে প্রতিযোগিতা শেষ হয়েছে।
নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিত ছিল। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা শেষ হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
প্রতিযোগিতা শেষে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সংরক্ষিত সংসদ সদস্য রুবিনা মীরা, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিল উপস্থিত ছিলেন।
ইউপির চেয়ারম্যান অমল মল্লিক আরো বলেন, “উজিরপুরের হারতার নৌকা বাইচ সব ধর্মের মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে। সেই আদি যুগের এ উৎসব এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে।”