খবর পেয়ে যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
Published : 14 Nov 2023, 05:04 PM
মাগুরা সদরে বাস চাপায় এক বৃদ্ধাসহ দুইজন প্রাণ হারিয়েছেন।
সোমবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে সামনে এ ঘটনা ঘটে বলে মাগুরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মিজানুর রহমান জানান।
নিহত রোকেয়া বেগম (৬০) মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা শহরের ভায়নায় এলাকায় মেয়ে আমেনা খাতুনের বাড়িতে থাকতেন।
অপর নিহত আনোয়ার হোসেন (৫০) সদর উপজেলার আঠারোখাদা গ্রামের ময়েন উদ্দিন ময়নার ছেলে। তিনি শহরের জুতাপট্টি এলাকায় ‘দৃষ্টি’ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক ছিলেন।
ইন্সপেক্টর মিজানুর বলেন, দুপুর ২টার দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ঝিনাইদহে যাচ্ছিল। পথে হাসপাতালের সামনে রোকেয়াকে চাপা দিলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আনোয়ারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
খবর পেয়ে যাত্রীবাহী বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]