মোটরসাইকেল চুরির সময় তা দেখে আসাদুজ্জামান চিৎকার শুরু করলে চোর চক্রটি দ্রুত নলডাঙ্গা বাজারের দিকে চলে যায়।
Published : 30 Dec 2023, 03:48 PM
নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল চুরির মামলায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলডাঙ্গা বাজারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মাস্টার কি জব্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন, নাটোরের নলডাঙ্গার হলুদঘর এলাকার মো. সাইদুল ইসলাম কাজীর দুই ছেলে মো. আবিদ ইসলাম আবিদ (১৯) ওরফে রবিউল ও রুহুল আমিন (১৮), একই এলাকার রাজু আহমেদের ছেলে শাকিল আহমেদ জীম (১৯) এবং বগুড়ার আদমদীঘীর মালসন এলাকার মোস্তফার ছেলে মো. মোতালেব (২১)।
তারিকুল ইসলাম বলেন, শুক্রবার নলডাঙ্গার পূর্ব মাধবনগরের মো. আসাদুজ্জামান (২৪) ট্রাক্টর দিয়ে দূর্লভপুরের বীরকুৎসা এলাকায় জমি চাষ করছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি স্টেশন মসজিদের পশ্চিমে নাটোর-নওগাঁ সড়কের পাশে রাখা ছিল।
বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা চোর ওই মোটরসাইকেলটির লক মাস্টার কি দিয়ে ভেঙে চুরির চেষ্টা করে। কিন্তু আসাদুজ্জামান তা দেখে চিৎকার শুরু করলে দ্রুত চোর চক্রটি নলডাঙ্গা বাজারের দিকে চলে যায়।
বিষয়টি নলডাঙ্গা থানায় জানালে মোটরসাইকেল চোর চক্রটিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা নাটোরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় একাধিক মটরসাইকেল চুরির ঘটনায় জড়িত।
এছাড়া আসামিদের স্থায়ী ঠিকানায় খোঁজ নিয়ে জানা গেছে তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।
এই চক্রের মূলহোতা মো. আবির ইসলামের (আবিদ) নামে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানান জেলার ওই শীর্ষ পুলিশ কর্মকর্তা।