পুলিশের হামলায় ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি।
Published : 26 Dec 2023, 03:44 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেটে সমাবেশ ও লিফলেট বিতরণের সময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সাহেদুজ্জামান কোয়েল।
বিএনপির নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দইখাওয়া মোড় থেকে সাবেক সংসদ সদস্যর ছেলে ও বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে একটি নির্বাচন বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় তারা সাধারণ মানুষদের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে এক সমাবেশে মিলিত হন তারা। সমাবেশে সাহেদুজ্জামান কোয়েল বক্তব্য শুরু করলে পুলিশ অতর্কিতভাবে লাঠি চার্জ শুরু করে।
বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ করছিলাম। এ সময় ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৬-৭ জন নেতা-কর্মী আহত হন। শুধু তাই নয় বাড়িতে ঢুকেও পুলিশ হামলা চালিয়েছে।”
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জানমালের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছিলো। যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটি বিবেচনা করেই আমরা তাদের ছত্রভঙ্গ করেছি।”