সৈয়দপুরে ’অপহৃত’ কিশোর উদ্ধার, গ্রেপ্তার ৩

ছয় জনের একটি দল এই কিশোরকে অপহরণ করে; পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 02:44 PM
Updated : 18 August 2022, 02:44 PM

নীলফামারীর সৈয়দপুরে এক কিশোরকে উদ্ধারের পর তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ; যাদের ‘অপহরণ চক্রের’ সদস্য বলা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন সৈয়দপুর থানার পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

বুধবার মধ্যরাতে সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী ওই কিশোরকে উদ্ধার করা হয়।

এ সময় সৈয়দপুর পৌরশহরের নিয়ামতপুর বৃত্তিপাড়ার সোহেল রানা (২১), কামারপুকুর বকসাপাড়ার ফিরোজ ইসলাম (১৯) এবং রংপুরের তারাগঞ্জ উপজেলার খেয়ারজুম্মার মো. জীবন ইসলাম (১৮) র‌্যাবের হাতে গ্রেপ্তার হন।

র‌্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী কার্যালয়ের পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফটেনেন্ট মাহমুদ বশির আহমেদ বলেন, বুধবার সকাল ১০টার দিকে ওই কিশোর তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। এ সময় ছয়জনের একটি দল তাকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

“পরিবার র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করলে তারা অভিযানে নামে। এক পর্যায়ে বুধবার রাতে বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করে অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়। অপহরণে জড়িত আরও তিনজন পালিয়ে যায়।”

পরে তাদের সৈয়দপুর থানায় হস্তন্তর করা হয় বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোর অপরাধ এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ওসি সাইফুল বলেন, বুধবার মধ্যরাতে র‌্যাব উদ্ধার হওয়া কিশোরসহ আটকদের থানায় হস্তান্তর করে। রাতেই অপহৃতের বাবা গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।