“জনগণ ভাতের অধিকার থেকেও বঞ্চিত। আওয়ামী লীগ উন্নয়নের নাম দুর্নীতির মহোৎসব চালাচ্ছে।”
Published : 30 Nov 2023, 11:55 AM
উন্নয়নের কথা বলে আওয়ামী সরকার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার বিকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
‘জাতীয় সরকারের’ অধীনে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চরমোনাইয়ের পীর বলেন, “জনগণের ন্যূনতম নাগরিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। জনগণ নিজের ভোট নিজে দিতে পারে না।
“জনগণ ভাতের অধিকার থেকেও বঞ্চিত। আওয়ামী লীগ উন্নয়নের নাম দুর্নীতির মহোৎসব চালাচ্ছে।”
আওয়ামী সরকার ২০১৪ এবং ২০১৮ এর ‘মত’ আগামীতেও ‘প্রহসনের নির্বাচন’ করতে চাচ্ছে মন্তব্য করে চরমোনাইয়ের পীর বলেন, “বর্তমান সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মুহাম্মদ তৈয়্যবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নেছার উদ্দিনসহ অন্যরা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]