সন্ধ্যায় তার মরদেহ মালখানগরের কাজীরবাগ গ্রামের বাড়িতে নিয়ে এলে স্বজনরা কান্নার ভেঙে পড়েন।
Published : 18 Feb 2023, 10:16 PM
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গ্রামের বাড়িতে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে।
শনিবার বাদ এশা উপজেলার মালখানগরে রউফ চৌধুরীর প্রতিষ্ঠিত ‘মা আমিরান’ হাসপাতাল মাঠে তার জানাজা হয়। পরে কাজীরবাগ পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়।
রউফ চৌধুরীর জানাজায় হাজারো মানুষ অংশ নেন।
দুপুর সাড়ে ১২টায় গুলশানের বাসায় রউফ চৌধুরী মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে রোমো রউফ চৌধুরী ও দুই মেয়ে রোমানা রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরীকে রেখে গেছেন।
বাদ আসর গুলশানে আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় তার মরদেহ মালখানগরের কাজীরবাগের গ্রামের বাড়িতে নিয়ে এলে স্বজনরা কান্নার ভেঙে পড়েন। তিনি মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর ছোট ভাই।
১৯৩৭ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা রউফ চৌধুরী যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্লোয়ান স্কুল অব বিজনসের স্নাতক। ১৯৭৯ সালে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মজীবন শুরু করেন তিনি।
দুটি মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়েক বছর রেসিডেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘ ১৫ বছর কাজ করেন যমুনা অয়েল কম্পানিতে।
পরে র্যাংগস গ্রুপ, র্যানকন গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের অধীনে ৫২টি কোম্পানি গড়ে ওঠে রউফ চৌধুরীর নেতৃত্বে।
অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, টেলিকম, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ব্যাংক ও বীমাসহ বিভিন্ন খাতে ছড়িয়ে আছে এসব কোম্পানির ব্যবসা।
তিনি ব্যাংক এশিয়ার উদ্যোক্তাদের মধ্যে একজন। এক সময় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
আরও পড়ুন: