হাতবোমা বিস্ফোরণের পর পুলিশ আশপাশে তল্লাশি করে হাতবোমা সদৃশ ছয়টি বস্তু উদ্ধার করে।
Published : 29 Jul 2023, 07:53 PM
রাজধানীর প্রবেশমুখগুলোয় বিএনপি ও যুবলীগের কর্মসূচির মধ্যেই আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন।
এ ছাড়া আমিনবাজারে আওয়ামী লীগ কার্যালয়ের কাছে ঘটেছে হাতবোমা বিস্ফোরণ, উদ্ধার করা হয়েছে ছয়টি বোমা সদৃশ বস্তু।
সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, বিকাল আনুমানিক সোয়া ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকার ঢাকামুখী লেনে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
“কয়েকটি বাস ভাঙচুরও করেছে। তবে কারা করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। পুড়ে যাওয়া বাসটি র্যাকারের সাহায্যে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাসে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আশুলিয়া থানা এসআই এমদাদুল হক বলেন, কে বা কারা বাসটিতে বাসটিতে অগ্নিসংযোগ করেছে তা জানতে পারিনি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচির মধ্যে শনিবার সকাল থেকেই সাভারের আমিনবাজার ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দখলে।
এর মধ্যেই দুপুরে দিকে কার্যালয়ের কাছে বিকট শব্দে পর পর কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ আশপাশে তল্লাশি করে হাতবোমা সদৃশ ছয়টি বস্তু উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমিনবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে হঠাৎ পর পর কয়েকটি হাতবোমা বিস্ফোরণে বিকট শব্দ হয়। আতঙ্কে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।
এ সময় উপস্থিত সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে শাহ আলম ফিলিং স্টেশনের পাশ থেকে লাল স্কচটেপ পেঁচানো ছয়টি বোমা সদৃশ বস্তু দেখতে পান। পরে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্র্যাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছি। বর্তমানে এসব নিষ্ক্রিয়ের কাজ চলছে।”