“মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও সুরতহাল রিপোর্টে তেমন কোনো আলামত পাওয়া যায়নি।”
Published : 05 Mar 2024, 07:39 PM
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সোমবার রাত আড়াইটার দিকে ১৬ বছর বয়সী সালমা আক্তারের লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয় বলে দীঘিনালা থানার ওসি মোহাম্মদ নূরুল হক জানান।
নিহত সালমা আক্তার মেরুং ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মো. সোবাহানের মেয়ে।
এ ঘটনায় আটকরা হলেন-একই ওয়ার্ডের রসিকনগর এলাকার ইয়াছিন, সোহাস ও শুক্কর।
ওসি নূরুল বলছেন, “রাতে ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ পুলিশ কর্মকর্তা বলেন, “মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও সুরতহাল রিপোর্টে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
নিহত মেয়েটির বাবা ও স্থানীয়দের অভিযোগে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নূরুল।