ডামুড্যা-শরীয়তপুর সড়কে উপজেলার মাঝেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Published : 03 Jan 2023, 10:37 PM
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাইক্রোবাস উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।
সোমবার গভীর রাত ২টার দিকে ডামুড্যা-শরীয়তপুর সড়কে উপজেলার মাঝেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ডামুড্যা থানার ওসি শেখ শরিফুল আলম জানান।
নিহত কাউসার মাঝি (৩৩) উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরবয়রা এলাকার বারেক মাঝির ছেলে।
পুলিশ জানায়, রাজধানীর হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে বাড়ির দিকে যাচ্ছিলেন কাউসার। পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের একপাশে উল্টে যায়। এতে দুই যাত্রী আহত হয়।
তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। মুন্নী নামে আহত অপর যাত্রীর চিকিৎসা চলছে।