অতিরিক্ত কেটে ফেলার পর রক্তক্ষরণে ১১ বছরের শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।
Published : 15 Apr 2024, 08:09 PM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১১ বছরের এক শিশুর খতনা করতে গিয়ে পুরুষাঙ্গের নির্ধারিত অংশের চেয়েও বেশি কেটে ফেলার অভিযোগ উঠেছে হাজামের বিরুদ্ধে।
রোববার উপজেলার রাজিবপুর ইউনিয়নে এ ঘটনায় আহত শিশুকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান।
এ বিষয়ে জানতে হাজাম আকবর আলীর মোবাইল নম্বরে কল করা হলে তার ছেলে হাতেম আলী ফোন ধরে বলেন, “এ বিষয়ে আমরা কিছু বলতে চাই না। রোগী বাড়িতে আসলে কথা বলব।”
সোমবার ওই শিশুর বাড়ি গেলে পরিবারের লোকজনকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশী আবুল হোসেন জানান, পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন।
খতনা করার সময় প্রত্যক্ষদর্শী ওই শিশুর চাচাত বোনের স্বামী বলেন, যে লোক খতনা করিয়েছে তার বাড়ি উপজেলার উচাখিলা ইউনিয়নের নতুন চর-আলগী গ্রামে।
তিনি বলেন, “খতনা করানোর সময় আমি শিশুটিকে ধরে বসেছিলাম। প্রথমবার পুরুষাঙ্গের আগার চামড়া কাটার পর খতনা হয়নি বলে দ্বিতীয়বার কাটতে গিয়ে নির্ধারিত অংশের বেশি কেটে ফেলে হাজাম। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।”
এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মুহাম্মদ মাজেদুর রহমান।