Published : 01 May 2024, 12:20 AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের হলুদ দল নিরঙ্কুশ জয়লাভ করেছে।
সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটটি পদে তারা জয়ী হয়েছে। তিনটি সদস্য পদে জয় পেয়েছেন হলুদ দলের বিদ্রোহী প্রার্থীরা।
এবার বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দল এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম-এ দুটি পক্ষের কেউ নির্বাচনে অংশ নেয়নি। ভোটে হলুদ দল মনোনীত প্রার্থীদের বিপরীতে এ দলের বিদ্রোহীরা লড়েছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এর আগে ২৫ ও ২৮ এপ্রিল অগ্রিম ভোটগ্রহণও করা হয়েছিল।
রাত ১১টায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এবং তিনটি সদস্য পদে হলুদ দলের প্রার্থী জয়ী হয়েছেন।
৪৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক দানেশ মিয়া পেয়েছেন ২৮৯ ভোট।
৩৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক পান ৩৪০ ভোট৷
সহ-সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আলা উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শাহানেওয়াজ মাহমুদ সোহেল নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা প্রত্যেকেই হলুদ দল মনোনীত প্রার্থী।
সদস্য পদে নির্বাচিতরা হলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মঞ্জুরুল আলম, ফিশারিজ বিভাগের অধ্যাপক রাশেদ-উন-নবী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ এস এম বোরহান উদ্দিন।
হলুদ দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম সাদাত আল সাজিব, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এ কে এম রেজাউর রহমান।
নির্বাচিতরা আগামী একবছরের জন্য শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব পালন করবেন।