২০২৩ সালে ৪০ গ্রাম হেরোইনসহ মুকুলকে গ্রেপ্তার করে ডিবি।
Published : 15 Feb 2024, 04:10 PM
নওগাঁর মহাদেবপুর উপজেলায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাহার আলী জানান।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
দণ্ডিত মুকুল হোসেন (৫০) রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ১ মার্চ রাতে মহাদেবপুর উপজেলার সারতা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ওই এলাকায় মাদক বহনের সময় চার লাখ টাকা মূল্যের ৪০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মুকুলকে গ্রেপ্তার করা হয়।
ওইদিন রাতেই মহাদেবপুর থানার এসআই মামুনুর রশিদ বাদী মুকুলের বিরুদ্ধে মাদক মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাহার আলী বলেন, “রায়ের মধ্য নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক ব্যবসায়ী এবং যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে।”