বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন বেলা ১২টা পর্যন্ত জেলার সকল ফটোকপির দোকান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।
Published : 01 Feb 2024, 08:49 PM
নেত্রকোণায় ফটোকপির দোকান ও কোচিং সেন্টার বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয় বলে জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ ২০২৩-এর দ্বিতীয় গ্রুপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
“পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠানের জন্য ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২ ফেব্রুয়ারি বেলা ১২টা পর্যন্ত সকল ফটোকপির দোকান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।”
গণবিজ্ঞপ্তি জারির পরপরই জেলার সব ফটোকপির দোকান বন্ধ হয়ে গেলে অনেকেই ভোগান্তিতে পড়েন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় সোনালী ফটোকপির দোকান থেকে ফিরে যেতে দেখা যায় মৌ বিশ্ব শর্মা নামের এক কলেজ শিক্ষার্থীকে।
ওই এলাকার আমিনুল ইসলাম বলেন, “পরীক্ষা সুষ্ঠু করতে দোকান বন্ধ রাখুক তাতে আপত্তি নাই। কিন্তু বিষয়টি আগে থেকে ব্যাপক প্রচার করা দরকার ছিল; তাহলে ভোগান্তি হতো না।”
ভোগান্তির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, “প্রাথমিকের নিয়োগে লিখিত পরীক্ষা যাতে সঠিকভাবে সম্পন্ন হয়, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”