জাহাজে যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য তদারকি করেছে প্রশাসন।
Published : 29 Mar 2024, 11:41 AM
মৌসুমের প্রথম দিনে টেকনাফ থেকে সেন্ট মার্টিন গেলে ৫১৭ জন পর্যটক।
বুধবার সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে ৫১৭ জন যাত্রী নিয়ে জাহাজ ‘বার আউলিয়া’ সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করে।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে জাহাজটি সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছায় বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনানা চৌধুরী জানান।
তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষামূলকভাবে এ জাহাজটি চলাচল শুরু করেছে। পর্যটকদের যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্রগ্রামের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নয়ন শীল বলেন, “কোনো জাহাজে যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য আমরা তদারকি করছি। বার আউলিয়া জাহাজটিতে সাড়ে আটশ যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে।”
ভ্রমণে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমীন বলেন, “প্রথম বারের মতো প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘুরতে এসেছি, খুব আনন্দ লাগছে। আমাদের দলে ২০ জন রয়েছে, যারা সবাই শিক্ষার্থী।”
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “প্রায় ছয় মাস বন্ধ থাকার পর বুধবার পর্যটকের পদচারণ শুরু হচ্ছে সেন্টমার্টিন দ্বীপে।”
পর্যটকের রাত্রিযাপনের জন্য দ্বীপে হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে ১২০টির বেশি; এ ছাড়া রেস্তোরাঁ রয়েছে ৫০টির মতো। সবকটি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]