ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার কিছুক্ষণ পর সড়কের পাশে ওই বৃদ্ধাকে আহত অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ।
Published : 29 Mar 2024, 11:46 AM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নামাজ পড়তে মসজিদে যাওয়া এক বৃদ্ধ দুর্বৃত্তের হামলায় প্রাণ হারিয়েছেন। হামলায় জড়িত থাকার সন্দেহে তার ছেলেকে খুঁজছে পুলিশ।
বুধবার ভোরে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব পাশের সড়কে এই ঘটনা বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ।
নিহত ৭০ বছরের আক্তার মিয়া ওই এলাকার লাল মিয়ার ছেলে। এই ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম (৩৫) পলাতক।
ওসি রাজু জানান, বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান আক্তার মিয়া। এর কিছুক্ষণ পর তাকে সড়কে আহত অবস্থায় দেখেন স্থানীয়রা। উদ্ধার করে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এই ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলামকে সন্দেহ করছে পরিবার। সাইফুল একজন মানসিক প্রতিবন্ধী এবং তিনি বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। বাবার সঙ্গে তার সম্পর্ক ভাল ছিল না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
ঘটনার পর সাইফুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্দেহভাজন হিসেবে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]