কক্সবাজারে ৯ লাখ ইয়াবা জব্দ, নারীসহ পাঁচ ‘মাদক কারবারী’ গ্রেপ্তার

প্রথম অভিযানে দুই লাখ ইয়াবাসহ তিনজন এবং আরেক অভিযানে সাত ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 06:50 PM
Updated : 30 May 2023, 06:50 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে ৯ লাখ ইয়াবাসহ পাঁচ ‘মাদক কারবারীকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।
মঙ্গলবার বলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. সাইফুল ইসলাম সুমন।
গ্রেপ্তাররা হলেন- টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার আলমগীর হোসেন (১৯), তার মা সোনা মেহের (৫৫), ওই  এলাকার আবুল বশর (২২), একই উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইলের মো. ফয়সাল (৩১), জাদিরপাড়ার এমরান প্রকাশ লাদেন (২৮)।

র‌্যাব-১৫ এর অধিনায়ক সাইফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ইয়াবা চালান আসার খবর পেয়ে জালিয়াপাড়া এলাকা অভিযান চালানো হয়। অভিযানে ২ লাখ ইয়াবাসহ আলমগীর, সোনা মেহের ও আবুল বশরকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “তাদের দেওয়া তথ্য মতে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকা থেকে ৭ লাখ ইয়াবাসহ ফয়সাল ও এমরানকে গ্রেপ্তার করা হয়। তারা সংঘবদ্ধ একটি মাদক চোরাচালন চক্রের সদস্য। তাদের প্রধান আবুল বশর।”

মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি ২২ বছর পর গ্রেপ্তার

কক্সবাজারে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ২২ বছর গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. সাইফুল ইসলাম সুমন জানান, সোমবার মধ্যরাতে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দণ্ডিত আসামি রশিদ আহমদ (৪৮) ওই এলাকার বাসিন্দা।

সাইফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে রশিদ গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজার সদর থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।