শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয় বলে জানান কিশোরগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান।
Published : 25 Nov 2023, 04:28 PM
কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ঢাকা এবং ময়মনসিংহ থেকে ভৈরবের পথে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।
শনিবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয় বলে জানান কিশোরগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান।
তিনি বলেন, বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে আসে। গচিহাটা স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।
“দুর্ঘটনার কারণে এ স্টেশনে ক্রসিংয়ের জন্য আগে থেকে অপেক্ষায় থাকা চট্রগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।
বগি উদ্ধারের জন্য আখাউড়ায় খবর পাঠানো হয়েছে।
এই পথে কখন ট্রেন চালু হতে পারে জানতে চাইলে স্টেশন মাস্টার বলেন, রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল এলে এবং কাজ শুরুর পর তা বলা যাবে। এখনি বলা যাচ্ছে না।