জয়পুরহাটে হত্যা মামলায় এক দম্পতি ও তাদের দুই ছেলেসহ ছয় জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের মৃত কোমেজ উদ্দিনের ছেলে আহাম্মদ আলী (৭০), তার স্ত্রী মিনা বেগম (৫৫), তাদের ছেলে মোন্তাজ আলী (৩৮) ও এন্তাজ আলী (৩৪) এবং আলতাব হোসেন (৪৪) ও মৃত আব্দুল সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৪৪)।
মামলার নথির সূত্রে পিপি নৃপেন্দ্রনাথ বলেন, ২০০৭ সালের ১১ এপ্রিল সকালে দেবরাইল গ্রামের আকবর আলী তার বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় আসামিরা কোদাল, লোহার রড, শাবল, লাঠি ও ছোরা নিয়ে অতর্কিতে তাদের উপর হামলা করে।
আক্রান্তদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আকবর আলী এবং তার দুই ছেলে আজিজুল ইসলাম ও আব্দুর রশিদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আকবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আজিজুল ও রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে ২০০৭ সালের ৫ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল ইসলাম।
এ ঘটনায় আকবর আলীর আরেক ছেলে মিজানুর রহমান মিঠু একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ছয় জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে ছয় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।