মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ পদ্ধতিতে লুকানো তিনটি সোনার বার পাওয়া যায়।
Published : 17 Mar 2023, 08:07 PM
চুয়াডাঙ্গায় ৭০ ভরি ওজনের তিনটি সোনার বার ও একটি মোটাসাইকেল জব্দ করেছে বিজিবি। তবে কাউকে আটক করা যায়নি।
শুক্রবার দুপুরে সীমান্তের ছয়ঘরিয়া গ্রাম থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান।
সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন খবর পেয়ে বিজিবির একটি দল দুপুর ১২টার দিকে সুলতানপুর সীমান্তের ছয়ঘরিয়া গ্রামের কাছে ওত পেতে ছিল।
“সীমান্তের ৭৭ মেইন পিলারের ৬ সাব পিলার এলাকায় বিজিবি সদস্যরা এক ব্যক্তিকে ঝাঝাডাঙ্গা গ্রামের দিক থেকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখেন।”
তিনি বলেন, এ সময় যাচ্ছে বিজিবির ধাওয়া খেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতরে বিশেষ পদ্ধতিতে লুকানো তিনটি সোনার বার পান।
এই সোনার বারের ওজন ৮১৭ গ্রাম (৭০ ভরি) এবং সোনা ও মোটরসাইকেলের দাম ৬৮ লাখ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করেছে বিজিবি এবং জব্দ করা মালামাল ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।