আলোচনায় উঠে আসে সমাজ পরিবর্তনে নিবেদিতপ্রাণ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নকারী এ নেতার কথা।
Published : 04 May 2023, 08:04 PM
প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের স্মরণে গাইবান্ধায় নাগরিক শোকসভা হয়েছে।
বৃহস্পতিবার শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম।
সভার আলোচনায় উঠে আসে সমাজ পরিবর্তনে নিবেদিত প্রাণ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নকারী এ নেতার কথা। যিনি নৃ-গোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রাতিষ্ঠা, প্রাণবৈচিত্র রক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য বিলোপসহ বহুমাত্রিক রাজনৈতিক, সামাজিক ও নাগরিক আন্দোলনের রূপকার ছিলেন।
বক্তারা বলেন, নিজের চিন্তা ও কাজ দিয়ে সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবেন পঙ্কজ ভট্টাচার্য।
শোকসভায় বক্তব্য দেন জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের গাইবান্ধার সভাপতি সাংবাদিক গোবিন্দলাল দাস, সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হরেন সিং, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি।
আরও বক্তব্য দেন- নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, জনউদ্যোগের জেলা সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, ন্যাপ নেতা লুৎফর রহমান রঞ্জু, গণতন্ত্রী পার্টির নেতা ময়নুল হক রাজা, কৃষক নেতা সুভাষ সিংহ রায়, মানবাধিকার কর্মী জিয়াউল হক কামাল, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেত্রী প্রিসিলা মুর্মু, সাংস্কৃতিক কর্মী দেবাশীস দাশ দেবু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেছ সরকার।